নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে দুটি চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার ১৮ জানুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পিরোজপুর ইকোনমিক জোন গেটের পশ্চিম পাশে একটি এবং প্রতাপেরচর এলাকার আব্দুল মোনেমের বিপরীত পাশে আরও একটি চুনা কারখানা ভেঙে ফেলা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিলের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি এক্সকেভেটর দিয়ে কারখানাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে রাখা হয় এবং নিরাপত্তার জন্য পানি স্প্রে করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তাদের অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



