নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বেপারী বাজার এলাকা থেকে ২১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জের উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব কাজী মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম শনিবার ১৮ জানুয়ারি দুপুরে সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চলের বেপারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে ইয়াবা সরবরাহের সময় মো. সাইদুর রহমান (৫৫) কে ২১০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
আটককৃত মো. সাইদুর রহমান (৫৫), সোনারগাঁ থানার প্রতাবেরচর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।



