• রাত ১০:২৬ মিনিট বৃহস্পতিবার
  • ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সাদিপুরে আওয়ামীলীগ নেতাকে প্যানেল চেয়ারম্যান বানাতে বিএনপির দৌড়ঝাঁপ সোনারগাঁয়ে মশক নিধন অভিযানের উদ্বোধন সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার সোনারগাঁয়ে পূজা কমিটির সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় হাফেজ জামাল উদ্দিনের মৃত্যুতে জামায়াত নেতার শোক ঢাকার গণ-সমাবেশে সোনারগাঁ থানা বিএনপির চমক সোনারগাঁয়ে জামপুরে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় উদ্বোধন সোনারগাঁয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস সোনারগাঁয়ে শেখ হাসিনা ও শেখ রেহেনাসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা সোনারগাঁয়ে ৬টি অটোরিক্সা চুরি, গ্যারেজ মালিকের সিনাজুড়ি সোনারগাঁয়ে হত্যার হুমকি পেয়ে মসজিদ ছাড়লেন ইমাম সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী শাখার গণসংযোগ সোনারগাঁয়ে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে মসজিদের জমি আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন সোনারগাঁয়ে সমন্বয়কদের বিরুদ্ধে সমন্বয়কদের কড়া হুসেয়ারী অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে নোয়াগাঁও ইউপি কার্যালয়ে তালা সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট সোনারগাঁয়ে ভূমি রেজিষ্ট্রেশন ফি কমানোর জন্য রাজস্ব বোর্ডে স্মারকলিপি সোনারগাঁয়ে প্রবাসীর বাড়ী থেকে ১১’শ কেজি রড চুরি সোনারগাঁয়ে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই
কাঁচপুরে উচ্চ আদালতের নিদের্শ অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণ

কাঁচপুরে উচ্চ আদালতের নিদের্শ অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণ

Logo


নিউজ সোনারগাঁ২৪ডটকম:

সোনারগাঁ উপজেলার কাঁচপুর দক্ষিণপাড়া এলাকায় উচ্চ আদালতের নিদের্শ অমান্য করে এক ব্যবসায়ীর জায়গা দখল করে ঘর ও সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গতকাল রবিবার ওই ব্যবসায়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে ফজলুল রহমান খান উল্লেখ্য করেছেন, উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক, রবিউল হোসেন, এমরান হোসেন, ওবাইদুল হক, হুমায়ুন মিয়া, এনামুল হক, ওলি উল্লাহ, হাবিবুল্লাহ সহ কয়েকজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী একত্রিত হয়ে কাঁচপুর মৌজায় তার মালিকানাধীন বাড়ি জোর পূর্বক দখল করে ঘর ও সীমানা প্রাচীর নির্মাণ করে দখল করে নিচ্ছে। গত ৭/৮ বৎসর পূর্ব হইতে এই সম্পত্তি নিয়ে তাদের সঙ্গে বিরোধ চলে আসছিল। উক্ত বিবাদীরা ভয়ভীতি সহ বিভিন্ন প্রকার হুমকি ধমকি ও প্রাণে মেরে ফেলার জন্য পায়তারা করছে। এ বিষয়ে উচ্চ আদালতে আবেদন করার পর গত ২০ আগষ্ট উক্ত সম্পত্তিতে কোন কাজ না করার জন্য আদালত নিদের্শ দেয়। এ নির্দেশ উপেক্ষা করে উল্লেখিত সন্ত্রাসীরা জোর পূর্বেক জায়গা দখল করে ঘর বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণ করে ফেলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে জমির মালিক ফজলুর রহমান খান বলেন, আমার মালিকানা জমির উপর জোর পূর্বক দখল করে বাড়ি ঘর ও সীমানা প্রাচীর নির্মাণ করে ফেলছে সন্ত্রাসীরা। আমি তাদের বাধা দিলে তারা কোন অবস্থাতেই আমার বাধা মানছেন না। পরে বাধ্য হয়ে থানা পুলিশের স্বরনাপন্ন হয়েছি আমি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজ্জাক মিয়া ও রবিউল হোসেন বলেন, আমাদের জমি না থাকায় একটি ঘর নির্মাণ করছি আমরা। পরে বিষয়টি বসে মিমাংসা করা হবে।

সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম বলেন, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে ব্যবসায়ীর জায়গা দখল করে ঘর ও সীমনা প্রাচীর নির্মাণ করার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর তাদের কাজ বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ পালন না করলে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Logo