আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের এমপি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা কাউকে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেশের ঐতিহ্যকে নষ্ট করতে দেবো না। তিনি বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার দেশ হিসেবে গড়তে কাজ করব। উন্নয়ন অগ্রগতিতে যারা বাধা দেবে, সেই অশুভ শক্তির হাত থেকে দেশকে রক্ষা করব।
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজধানীর রমনা কালীমন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি চমৎকার সময় পার করছি। পবিত্র রমজান মাসের পর ঈদুল ফিতরের উৎসব। এরপর পহেলা বৈশাখ উৎসব ও বাসন্তী পূজার উৎসব পালন করছি। এ বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে যার ধর্ম কর্ম পালন করি ও উৎসবের আয়োজন করি। পরস্পরের প্রতি যে ভালোবাসা এটি হলো ঐতিহ্য। ধর্মীয় উৎসব হলো সার্বজনীন উৎসব। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এ উৎসবে অংশগ্রহণ করে। এটি সংস্কৃতি। বাঙালির হাজার বছরের ঐতিহ্য। এই চেতনায় আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো, ততদিন কোনো অপশক্তি কোন ধর্মের মানুষের ক্ষতি করতে পারবে না।
নাছিম বলেন, আমরা চাই সাম্প্রদায়িক শক্তি, যারা মানুষের অকল্যাণ চায়, তাদের পরিবর্তনের মধ্য দিয়ে শুভ শক্তির জাগরণ হোক। দেশের প্রতিটি মানুষের কল্যাণ ও মঙ্গল হোক। দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক।
এতে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল চ্যাটার্জি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায়সহ স্থানীয় নেতারা। বাহাউদ্দিন নাছিম রমনা কালীমন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন শেষে দুপুরে সিদ্ধেশ্বরী সর্বজনীন মন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন করেন।