লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তাসনুভা তিশার

লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তাসনুভা তিশার

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন
আউটডোর শুটিংয়ে এক যুবক সাংবাদিক পরিচয়ে প্রবেশ করেন। এরপর লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেছেন বলে অভিযোগ তুললেন অভিনেত্রী তাসনুভা তিশা।

বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে তিনি এমনটাই জানালেন ছোট পর্দার এই অভিনেত্রী। 

‘কাউসার’স কিংডম’ নামের একটি ফেসবুক পেজ এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিনেত্রী।

এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে ওই যুবকের ছবি পোস্ট করে তার পরিচয় জানতে চান তিনি। 

লাইভে এসে তিশা বলেন, কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি।

তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। চার-পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল।

বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। আমার ও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন। সেখানে উনি ছিলেন। আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক। কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কিনা, আমার সন্দেহ। কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও ধারণ করেন, যেটা আমারও করেছেন। সেটির ভিউ ২ দশমিক ১ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে। 

ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী বলেন, আউটডোর শুটিংয়ে, আমরা যারা অভিনেতা-অভিনেত্রী, আমাদের লেপেল পরার আলাদা কোনো জায়গা থাকে না। নিজেদের মতো করে পরতে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম। সামনে সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম, সাংবাদিক ভাইয়েরা কখনও এমন কাজ করবেন না। তাই আমার মতো করে লেপেল পরছিলাম এবং ঠিক করছিলাম। সেই ভিডিও সে ধারণ করে  ‘কাউসার কিংডম’ নামের এক পেজে আপলোড করেন।

বিস্ময় প্রকাশ করে তিশা বলেন, কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করে! এ ধরনের কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন, কিন্তু তারা আসলে সাংবাদিক নয়। একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি কোনো শুটিং স্পটের আশেপাশে যেন কখনও না আসেন। তাকে বয়কট করা উচিত।

তিশা আরও জানান, ওই যুবকের পেজে আরও অভিনেত্রীদের ভিডিও আছে। তিনি বলেন, হয়তো বলার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নামিয়ে দিয়েছে। কিন্তু তার পেজে শুধু আমি না, আরও অনেক অভিনেত্রীর ভিডিও আছে যেগুলো তিনি লুকিয়ে ধারণ করেছেন। লুকিয়ে ধারণ করে আপত্তিকর ভিডিও পেজে পোস্ট করেন। সেখানে সারিকা সাবাহ আপু, অর্চিতা স্পর্শিয়া, তানিয়া বৃষ্টি, কুসুম শিকদার আপুর ভিডিও দেখেছি।

অভিযুক্ত যুবকের নাম উল্লেখ করে তাসনুভা তিশা আরও বলেন, কাউসার নামের এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়তো সবার মাঝে যান, গিয়ে এ সমস্ত কার্যকলাপ করেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশে বলব, আপনাদের নিশ্চয়ই এ ব্যাপারে করণীয় কিছু আছে। আমার কলাকুশলী, যারা আছেন, অভিনেত্রী-অভিনেতারা, যাদের নাম মেনশন করলাম, আপনারা এই বিষয়ে পরামর্শ দিন, জানাবেন কি করা উচিত?

সবশেষে অভিনেত্রী বলেন, এই লোকের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাই। সে যেন সাংবাদিকতা তো দূরের কথা, কোনো শুটিং স্পট, কোনো অনুষ্ঠান, মিডিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আশেপাশে যেন না আসতে পারে। তাকে বয়কট করা হোক।

এদিকে জানা যায়, কাউসার আহমেদ চ্যানেল আই ডিজিটাল বিভাগে কর্মরত ছিলেন। এর আগে একটি ইন্টারভিউ চলাকালীন অভিনেত্রী পারসা ইভানার অনুমতি ছাড়াই তার পোশাকে লেপেল লাগাতে উদ্ধুদ্ধ হয়েছিলেন তিনি। এমন অপ্রীতিকর পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন ইভানা। পরে বিষয়টি চ্যানেল আই কর্তৃপক্ষ জানতে পারলে কাউসার চাকরিচ্যুত হন।

    শেয়ার করুন
    শেয়ার করুন
    শেয়ার করুন

    এ সম্পর্কিত আরো খবর

    সোনারগাঁয়ের দর্শনীয় স্থান পরিদর্শন করলেন জাপানের ১১০ বিনিয়োগকারী

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন জাপানের ১১০ সদস্য বিশিষ্ট জাপানের একটি বিনিয়োগকারী দল। ব্রাক ইপিএল...

    Read more

    ‘আমাকে দেখেই অশালীন ভঙ্গি দেখাতে শুরু করে’, রাতের রাস্তায় ভয়াবহ অভিজ্ঞতা সোফি চৌধুরীর

    মহিলারা কতটা সুরক্ষিত? বার বার এই প্রশ্ন ওঠে। আরও একবার সেই প্রশ্নই উস্কে দিলেন গায়িকা তথা অভিনেত্রী সোফি চৌধুরী। মুম্বইয়ের...

    Read more

    সোনারগাঁয়ে খেলাঘরের ৭৩ তম প্রতিষ্ঠাবর্ষ পালন

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা খেলাঘর আসরের আয়োজনে শিশু কিশোরদের মেধা বিকাশে কাজ করা দেশের প্রাচীণ ও সর্ববৃহৎ জাতীয় শিশু কিশোর সংগঠন...

    Read more
    বার্তা প্রধানঃ

    ফারুক হোসাইন

    কর্তৃক প্রকাশিতঃ

    ফরিদ হোসেন

    নিবদ্ধনঃ

    নিউজসোনারগাঁ২৪ডটকম
    সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

    ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
    সোনারগাঁ, নারায়ণগঞ্জ
    ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
    ইমেইলঃ mkforid@gmail.com

    Website Design & Developed By
    MD Fahim Haque
    <Power Coder/>
    www.mdfahim.com
    Web Solution – Since 2009