নিউজ সোনারগাঁ টু্য়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজা ও ১৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, গত শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মাদারীপুর জেলার কালকিনি থানার যদিরা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে ইদ্রিস আলী (৬০), নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্য নসিমপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে শাকিল (২৮), এবং গাজীপুরের টঙ্গী থানার মরকুন টেকপাড়া এলাকার মহরম আলীর ছেলে শওকত আলী (৪৩)।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে তল্লাশি চালানোর সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় এক লাখ দুই হাজার টাকা।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
এ বিষয়ে ওসি এম এ বারী বলেন, “আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।”
মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।