নিউজ সোনারগাঁ টু্য়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষারিয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ও বিভিন্ন মামলায় আরো ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটককৃতরা মাদক ব্যবসায়ীরা হলেন মোঃ খলিল মিয়া (৫২) মাদলা গ্রামের কসবা থানার ব্রাহ্মণবাড়িয়া মৃত খাদেম আলীর ছেলে ও মোঃ মাহিন মিয়া (২০) ধোপাখোলা গ্রামের তা-কানু কসবা থানার ব্রাহ্মণবাড়িয়া জেলার তা-কানু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-জ-১৪-০২২১) থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এসময় তাদের সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে মোঃ খলিল মিয়ার কাছ থেকে স্কচটেপে মোড়ানো ৪ কেজি গাঁজা এবং মোঃ মাহিন মিয়ার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, জব্দকৃত গাঁজা উদ্ধার ও আসামীদের আটক প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, বিভিন্ন মামলায় উপজেলার পৃথক স্থান থেকে অভিযান চালিয়ে আরো ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।