নিউজ সোনারগাঁ টু্য়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার দুধঘাটা এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে শাহজাহান নামের এক যুবককে কুপিয়ে আহত করার ৫দিন পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে মৃত্যু হয়েছে।
নিহত শাহ জাহান উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে।
নিহতের মা রিনা বেগম বলেন, পূর্বশত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার ইমরান ও বিজয়ের নেতৃত্বে ৬/৭ জনের সন্ত্রাসী শাহজাহানের পথ গতিরোধ করে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশেপাশে লোকজন এসে তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন সেখানে ৫দিন চিকিৎসার পর গতকাল সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আবদুল বারী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।