নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানার সামনে কাভার্ডভ্যানের চাপায় নিতাই (২২) নামে এক অটোচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত নিতাই বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার থেকে মোগরাপাড়া চৌরাস্তা দিকে যাচ্ছিল একটি কাভার্ডভ্যান। এ সময় বৈদ্যেরবাজার থেকে আসা একটি অটোরিকশা ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানটির চাকার নিচে পড়ে যায়। এতে নিতাই ঘটনাস্থলেই মারা যান। তার শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গিয়ে রাস্তার সঙ্গে মিশে যায়।
স্থানীয়রা দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালককে আটক করে এবং থানায় সোপর্দ করে। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটিকেও জব্দ করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।