নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া থেকে বৈদ্যেরবাজার ও আনন্দবাজার সড়কে মালবাহী ভারী যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সোনারগাঁ ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধবগঞ্জ এলাকায় কভার্ডভ্যানের চাপায় এক অটোচালক নিহত হওয়ার ঘটনায় সংগঠনটির সোনারগাঁ শাখার সমন্বয়ক সাকিল সাইফুল্লাহ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই ঘোষণা দেন।
সাকিল সাইফুল্লাহ জানান, বৈদ্যেরবাজার এলাকার শিল্প প্রতিষ্ঠানের ভারী যানবাহন প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দিনের বেলাতেও চলাচল করায় সড়কে প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এসব যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। রাস্তাঘাট ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে।
তিনি বলেন, “এসব ভারী যানবাহনের প্রভাবে সড়কের আশপাশের ভবনগুলো কেঁপে উঠে, মানুষ রাতে ঘুমাতে পারে না। বারবার সাধারণ মানুষের প্রতিবাদ সত্ত্বেও কোম্পানির লোকজন শক্তিশালী প্রভাব খাটিয়ে যানবাহন চালাচ্ছে। এমনকি প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাই আজ থেকে এই সড়কে ভারী যানবাহনের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তারা যদি চলাচল করতে চায়, তবে মেরীখালী নদীর পাশ দিয়ে নতুন রাস্তা তৈরি করে চলাচল করতে হবে।”
সোনারগাঁ ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন সড়কের নিরাপত্তা এবং এলাকার জনগণের স্বার্থ রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।