নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে যুবদলের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব।
সমাবেশে আরও বক্তব্য রাখেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সানাউল্লাহ প্রধান, নোয়াগাঁও ইউনিয়ন যুবদল নেতা মো. ওয়াজকুরুনী ভূইয়া, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি আল-আমিন হোসেন, এবং নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইয়ামিন রহমান শিশির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড যুবদল নেতা পনির হোসেন, মেবারক, আনিস, জাহাঙ্গীর, সুমন, মাহাদী হাসান সুজন, শামীম মোল্লা, নাজিমউদ্দীন, নাদীম মোল্লা, রবিউল্লাহ, এবং আতাউর রহমান।
উল্লেখ্য, তারেক রহমান ঘোষিত ৩১ দফার অন্যতম লক্ষ্য মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের অধিকার নিশ্চিত করা। সমাবেশে বক্তারা এই দফাগুলো জনগণের মাঝে ছড়িয়ে দিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিবেদন: সোনারগাঁ প্রতিনিধি