নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সামাজিক সংগঠন সোনারগাঁ নাগরিক সমাজের উদ্যোগে “কেমন সোনারগাঁ চাই” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সোনারগাঁ রয়েল রিসোর্টে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরশুরাম কলেজের সহযোগী অধ্যাপক সেলিম হায়দার। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় জামায়াত নেতা প্রিন্সিপাল ড. ইকবাল ভূঁইয়া, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. নুরে আলম, কেন্দ্রীয় বিএনপি স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ওয়াহিদ ইমতিয়াজ বকুল, সোনারগাঁ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু এবং সোনারগাঁও পৌরসভার বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার।
এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক সালাউদ্দিন জুয়েল, সোনারগাঁ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন খান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, যুবদলের সাংগঠনিক সম্পাদক চয়ন আহমেদ, থানা বিএনপির যুগ্ম সম্পাদক মজনু এবং সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন ও শামীম হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনারগাঁ নাগরিক সমাজের আহ্বায়ক ফরিদ হোসেন, সদস্য সচিব পনির হোসেন ও তুহিন আহম্মেদসহ আরও অনেকে।
বক্তারা সোনারগাঁর উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দুর্নীতি, সন্ত্রাস, মাদক, ইভটিজিং, নদী দখল, দূষণসহ শিক্ষা, সড়ক, অবকাঠামোগত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও বক্তারা এসব সমস্যার প্রতিকার এবং সোনারগাঁর উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার প্রস্তাব উত্থাপন করেন।
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক সেলিম হায়দার।