নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলা, নির্যাতন ও গুলিবর্ষণের প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় এ কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। মানববন্ধনে বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের প্রতিনিধিরা উপস্থিত থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।
বক্তারা বলেন:
গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও সাংবাদিকরা আজ দেশের সবচেয়ে অনিরাপদ পেশাজীবী। নারায়ণগঞ্জে বিশেষ করে রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল এবং নৈরাজ্য চরমে পৌঁছেছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন, এমনকি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা:
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের কালবেলা প্রতিনিধি রুবেল মিয়া, মানবকণ্ঠের আব্দুস সাত্তার প্রধান, কালের কণ্ঠের মনিরুজ্জামান মনির, যুগান্তরের আল-আমিন তুষার, নয়াদিগন্তের হাসান মাহমুদ, সমকালের শাহাদাত হোসেন রতন, আনন্দ টিভির মাজহারুল ইসলামসহ আরও অনেক সাংবাদিক।
পুলিশের বক্তব্য:
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান পরিচালিত হয়েছে। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
পূর্বের ঘটনা:
গত ১৭ নভেম্বর দৈনিক কালবেলার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা এবং ১ ডিসেম্বর তার বাড়িতে গুলিবর্ষণ করা হয়। ২৯ নভেম্বর নয়াদিগন্তের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।
সাংবাদিকরা দ্রুত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধীদের শাস্তি দাবি করেছেন।