নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে আনন্দবাজার ও বৈদ্যেরবাজার পর্যন্ত সড়কে দূর্ঘটনা ও শৃঙ্খলা ফেরাতে কয়েকটি কোম্পানীর কর্তৃপক্ষকে নিয়ে যানবাহন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান।
এছাড়াও সভায় অংশগ্রহণ করেন জামায়াতে ইসলাম এর কেন্দ্রীয় নেতা ড. মাওলানা প্রিন্সিপ্যাল ইকবাল হোসেন, নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দ, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়া আমান গ্রুপ, মেঘনা গ্রুপ, আল মোস্তফা এবং মার্শ ফিড এর মালিকপক্ষের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, যানবাহন চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় ২০ জন করে লাইনম্যান নিয়োগ দেওয়া হবে। উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সবাই ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এ সময় যানবাহন চলাচল স্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত থাকলে এই উদ্যোগ চালু থাকবে।
তবে, যদি কোনো সমস্যা দেখা দেয়, জানুয়ারি মাসে পুনরায় মিটিং করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে সে পর্যন্ত যানবাহন শৃঙ্খলা নিশ্চিত করতে এই পদক্ষেপগুলো বাস্তবায়নে সকল পক্ষ সম্মিলিতভাবে সকলে কাজ করবে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সকলের সহযোগিতা কামনা করে বলেন, “যানজট নিরসনে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব করা সম্ভব।”