নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রমজান আলী প্রধান। গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের স্বাক্ষরে একটি প্রজ্ঞাপনে এই আদেশ দেন। আদেশে উল্লেখ্য করেন সাদিপুর ইউনিয়ন পরিষদ পরিচালনা জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়। রমজান আলী সাদিপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য দায়িত্ব পালন করছেন। তিনি আমগাঁও গ্রামের হাজী মোহাম্মদ আলীর ছেলে।
সাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী প্রধান জানান, সাদিপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সহযোগিতায় আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন সঠিক ভাবে পালন করতে পারি। আমি দলমত নির্বিশেষে সবার সহযোগিতা ও পরামর্শে সাদিপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চাই। তাই সকলের সহযোগিতা কামনা করেন তিনি।