নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁও পৌর এলাকার দরপত থেকে গৃহবধূ বর্ষা (১৬) নিখোঁজ হয়েছেন। ৯ ডিসেম্বর সোমবার রাত ১১ টায় স্বামীর বাড়ি থেকে খালার বাড়ি যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং পুলিশ তার সন্ধান পেতে তদন্ত শুরু করেছে। নিখোঁজ গৃহবধূ বর্ষার বাবা মো. এরশাদ এবং স্বামী মো. রাহাত সহ তার পরিবার বর্তমানে উৎকণ্ঠায় আছেন।
এ ঘটনায় তার মা নাজমা বেগম থানায় অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিখোঁজ গৃহবধূর সন্ধান পেতে কাজ করছে। নিখোঁজের ঘটনায় দুই পরিবার কান্নায় ভেঙে পড়েছে। নিখোঁজ গৃহবধূর সন্ধান পাওয়া গেলে স্থানীয় থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী জানান, পুলিশ নানা উদ্যোগের মাধ্যমে গৃহবধূর খোঁজে অভিযান চালাচ্ছে।