নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:সো নারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় ছাগল চুরির অভিযোগে কাজল (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্রীজের ঢাল থেকে তাকে আটক করা হয়।
আটককৃত কাজল সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কোম্পানীগঞ্জ এলাকার কামরুল ইসলাম বাবুর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে সন্দেহজনকভাবে দুইটি ছাগলসহ ঘোরাফেরা করতে দেখে কাজলকে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে কাজল স্বীকার করে যে, ছাগল দুটি রামগোবিন্দেগাঁও গ্রাম থেকে চুরি করেছে।
ছাগলের প্রকৃত মালিককে খবর দিয়ে এনে তাদের অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটক কাজলকে থানায় হস্তান্তর করে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



