আজকের বাংলা তারিখ

  • আজ বুধবার, ৭ই মে, ২০২৫ ইং
  • ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
  • ৮ই জ্বিলকদ, ১৪৪৬ হিজরী
  • এখন সময়, বিকাল ৩:০৫
বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে সোনারগাঁয়ে বিজয় মেলা পন্ড, আহত-৪

বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে সোনারগাঁয়ে বিজয় মেলা পন্ড, আহত-৪

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:

সোনারগাঁ থানা বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় মেলা পণ্ড হয়ে গেছে। রোববার (১৬ ডিসেম্বর) ১১টার দিকে এই ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও তার সমর্থকরা সকালে উপজেলার উদ্ধবগঞ্জ বাজারের শহিদুল্লাহ প্লাজায় জড়ো হন। সেখান থেকে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও থানা বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি বিজয় মিছিল নিয়ে তারা উপজেলা চত্বরে প্রবেশ করে সেখানে দীর্ঘ সময় অবস্থান নেয়। পরে সেখানে শহীদের শ্রদ্ধা জানাতে  বিএনপির সাবেক মন্ত্রী রেজাউল করিমের সমর্থকরা উপজেলা চত্বরে প্রবেশ করলে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপে ১৫ জন আহত হোন।

সংঘর্ষের খবর পেয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর বারী পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এই সংঘর্ষের কারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় মেলা বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা।

এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এ বিষয়ে মান্নান সমর্থকরা জানান, থানা বিএনপি সাবেক যুবদল নেতা নোবেলের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়েছে। এতে থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সমর্থক মোবারক হোসেন, রনি হাসান মোল্লা, মামুন মোল্লা, রিফাত মোল্লা আহত হয়েছে।

অপরদিকে, সাবেক মন্ত্রী রেজাউল করিমের সমর্থক থানা যুবদলের যুগ্ন আহবায়ক নুরে আলম ইয়াসিন নোবেল জানান, সে রেজাউল করিমের পক্ষে উপজেলায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে উপজেলায় যান। সেখানে অংশ গ্রহন করায় মান্নানের লোকজন তাকে ও তার ভাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সম্পাদক আনোয়ার, শাহ আলম, রুবেল খাঁন, শাহ পরান ও শ্ভুপুরা যুবদল নেতা আতাউরের উপর হামলা করে তাদের পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। বর্তমানে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, শান্তিপূর্ণ বিজয় দিবস উদযাপনের পর উপজেলা চত্বরে বাইরে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটে। এটি রাজনৈতিক সমস্যা নয়। দুপক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান জানান, উপজেলা পরিষদ চত্বরে কোনো ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি। যে ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা। এ বিষয়ে কোনো পক্ষই অভিযোগ দেননি।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

মোগরাপাড়া টু বৈদ্যেরবাজার চলমান সড়ক নির্মাণকাজে জন্য বিকল্প সড়কে চলাচলের আহ্বান সওজের

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:দদ সড়ক বিভাগাধীন মোগরাপাড়া-আনন্দবাজার সড়কে (বৈদ্যেরবাজার লিংক সড়কসহ) সংস্কার ও উন্নয়ন কাজ চলমান রয়েছে। সড়কটির ১ম কিলোমিটার থেকে...

Read more

সোনারগাঁয়ে অটোরিকশার গতিরোধ করে ৭ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রকাশ্য দিবালোকে অটোরিকশার গতিরোধ করে এক নারীর কাছ থেকে ৭ লাখ ৪০ হাজার টাকা...

Read more

সোনারগাঁয়ে ‘ময়মনসিংহ সাহিত্য সংসদে’র ঐতিহাসিক ‘বীক্ষণ’ মুক্ত মঞ্চ ভেঙ্গে দেয়ার প্রতিবাদে মানববন্ধন 

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:  ঐতিহ্যবাহী ময়মনসিংহ সাহিত্য সংসদের ঐতিহাসিক ‘বীক্ষণ’ মুক্ত মঞ্চ ভেঙ্গে দেয়ার প্রতিবাদে এবং একই স্থানে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009