নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানার পুলিশ ৪ কেজি গাঁজাসহ মাহবুব আলম ওরফে বিস্কুট (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তিনি নওগাঁ জেলার রানি নগর থানার ভবানীপুর এলাকার মৃত আয়নুল হকের ছেলে।
গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর মেঘনা টোল প্লাজার সামনে একটি যাত্রীবাহী বাস থেকে মাহবুব আলমকে আটক করা হয়। তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন।
সোনারগাঁ থানার ওসি এমএ বারী বলেন, “আটককৃত মাদক কারবারিকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।