নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার পৌর এলাকার আব্দুল মালেক স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয়ের প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আবু হানিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈলেরবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি ও সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ প্রেস ইউনিটির সভাপতি ও দৈনিক আনন্দবাজার পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ফরিদ হোসেন, সমাজসেবক মঈন খন্দকার পুলিন ও লুৎফর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সনদ ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবু হানিফ জানান, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে ও মননশীলতা বাড়াতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।