নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানা পুলিশ পিতার হত্যার অভিযোগে পুত্র রিফাতসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিও রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত শফিকুলের ছেলে রিফাত (১৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদক কেনার জন্য সে প্রায়ই টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া করত। গতকাল দুপুরে টাকার জন্য ঝগড়ার একপর্যায়ে রিফাত ছুরি দিয়ে বাবার পেটে আঘাত করলে শফিকুল ঘটনাস্থলেই মারা যান। হত্যাকাণ্ডের পর সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে রিফাতকে গ্রেপ্তার করে।
এছাড়া, মেঘনা টোল প্লাজা এলাকায় পৃথক অভিযানে পুলিশ ২৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারি সজিব, আকাশ ও আরমানকে আটক করেছে। তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
সোনারগাঁ থানার ওসি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।