নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।
অভিযানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত চুনা কারখানা এবং ঢালাই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ভেকু দিয়ে কারখানাগুলো ভেঙে দেওয়া হয়।
তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট শাখার ব্যবস্থাপক সুরজিত সাহা জানান, একটি চক্র অবৈধ গ্যাস সংযোগ দিয়ে চুনা কারখানা এবং ঢালাই কারখানা পরিচালনা করে আসছিল। দীর্ঘদিনের এই অবৈধ কার্যক্রম বন্ধ করতে প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়।
উল্লেখ্য, স্থানীয় প্রশাসন অবৈধ গ্যাস সংযোগ এবং কারখানা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।