নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মকিমপুর এলাকায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর এবং একই পরিবারের চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য মো. জুয়েল আহম্মেদের ভাষ্যমতে, গত রবিবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আব্দুর সাত্তারের পুত্র সোলাইমান, ইউসুফ, রিদয়, রিমনসহ ১৫-২০ জনের একটি দল অতর্কিতভাবে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি পরিবারের সদস্যদের মারধর করে।
এ ঘটনায় জুয়েল আহম্মেদের অন্তঃসত্ত্বা স্ত্রী গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া জুয়েলের ছোট ভাই সোহেল আহম্মেদসহ আরও তিনজন মারধরের শিকার হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
জুয়েল আহম্মেদ অভিযোগ করে বলেন, “আমাদের জমি দখল করার জন্য প্রতিপক্ষরা বারবার এমন হামলার চেষ্টা চালাচ্ছে। তারা আমাদের বাড়িতে থাকতে দেবে না বলে বিভিন্ন সময় হুমকি দেয়। আমি প্রশাসনের হস্তক্ষেপ চাই এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।”
এ বিষয়ে জুয়েল আহম্মেদ সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত: স্থানীয়দের মধ্যে এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে, এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।