নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের প্রবেশমুখে রোববার বিকেলে অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন।
নিহত নারী আলেয়া খাতুন (৬০), পিরোজপুর নাজিরপুর রঘুনাথপুর এলাকার মৃত মান্নান মিয়ার স্ত্রী। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ জানায়, মেঘনা টোলপ্লাজার উল্টো পথে মেঘনা ব্রিজে ওঠার সময় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলেয়া খাতুন মারা যান এবং সিএনজিতে থাকা অন্য পাঁচজন আহত হন।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।