নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : দায়িত্ব গ্রহনের চার মাসের মাথায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-তে বদলি করা হয়েছে। গত রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশের এআইজি মো. মেনহাজুল আলম (পিপিএম) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
তবে সোনারগাঁ থানায় নতুন ওসির দায়িত্ব এখনও দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।
পুলিশ সূত্র জানিয়েছে, এ বদলিটি ‘জনস্বার্থে’ করা হয়েছে। উল্লেখ্য, মো. আব্দুল বারী ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর সোনারগাঁ থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই তাকে বদলি করা হলো।
এ বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও বিষয়টি সোনারগাঁ এলাকার জনগণের মধ্যে নানা আলোচনার জন্ম দিয়েছে।