নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলসহ উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়েছে।
নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের স্বনামধন্য বিদ্যাপীঠ চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কালে উপস্থিত ছিলেন, স্কুলের প্রতিষ্ঠাতা রোকেয়া আহম্মেদ, বাংলাদেশ প্রতিদিনের সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম, স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও দৈনিক কালবেলার সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়া, সহকারী শিক্ষক তারানা শারমিন, সহকারী শিক্ষক ও দৈনিক রূপালী বাংলাদেশ’র সোনারগাঁ প্রতিনিধি মোঃ ডালিম হোসাইন, সহকারী শিক্ষক সারোয়ার মাহমুদ শান্ত, রিহাত নয়ন, নয়ন আহম্মেদ ও জাহাঙ্গীর পাপেলসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক তাহিরা শবনম যোবায়দা বলেন, বর্তমান শিক্ষাপটে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে আমাদের প্রতিষ্ঠানটি ব্যতিক্রম। তরুন এবং প্রশিক্ষণ প্রাপ্ত একঝাঁক শিক্ষকমণ্ডলী দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। শুধুমাত্র শিক্ষা নয়, সু-শিক্ষা প্রদান করাই আমাদের অঙ্গিকার।