নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির উপজেলা সভাপতি আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে স্থানীয় এক নারীর বসতবাড়ি এবং ভবন দখলের অভিযোগ উঠেছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী মমতাজ বেগম।
লিখিত বক্তব্যে মমতাজ বেগম জানান, গত বছরের ৫ আগস্ট সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর গ্রামে শতাধিক সন্ত্রাসী নিয়ে আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে তার বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীদের মধ্যে ঝাউচর গ্রামের জুয়েল, রিপন, আলী নূর এবং প্রতাপের চর গ্রামের খোরশেদ, বাবুসহ আরও অজ্ঞাত ১০০-১৫০ জন ছিল।
এ সময় তার তিনটি টিনশেড ঘর ও ১৪ ইউনিট বিশিষ্ট একটি চারতলা ভবন দখল করা হয়। পরদিন ৬ আগস্ট তার ভাড়াটিয়াদের মারধর করে উচ্ছেদ করা হয় এবং ভবনটি ভেঙে মালামাল লুট করে নেওয়া হয়।
দখলের পরিমাণ ও ক্ষয়ক্ষতি
মমতাজ বেগম অভিযোগ করেন, হামলাকারীরা তার বাড়ির মেইন গেট ইটের দেয়াল দিয়ে বন্ধ করে দেয় এবং ভবনের প্রতিটি কক্ষে তালা লাগিয়ে দেয়। বাড়ির ফলজ ও কাঠগাছসহ ৬০-৭০টি গাছ কেটে নিয়ে যায়। এমনকি বাড়ির সামনে থাকা তিনটি দোকান ভেঙে ফেলে সেখানে বেআইনিভাবে দেয়াল নির্মাণ করা হয়।
আইনগত প্রতিকার চেয়ে অভিযোগ
এ ঘটনার পর মমতাজ বেগম ১১ আগস্ট সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১৮ আগস্ট সোনারগাঁও থানা এবং ২৩ আগস্ট নারায়ণগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও কোনো প্রতিকার পাননি।
জীবনযাত্রায় সংকট
বর্তমানে বাড়ি ছাড়া হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মমতাজ বেগম। তিনি সংশ্লিষ্ট প্রশাসন এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে দ্রুত এই অন্যায়ের প্রতিকার দাবি করেছেন।
ভুক্তভোগী এই নারী আশা করেন, তার অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।