নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সোনারগাঁ পৌরসভার ছাপেরবন্দ এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।
ছাপেরবন্দ যুব সমাজের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মোঃ শাহজাহান।
বিএনপি নেতা মনির হোসেনের সভাপতিত্বে ও সাবেক যুবদল নেতা মোক্তার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ মিঠু, পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক মাসুম মোল্লা, হাসনাইন, কবির হোসেন, সেলিম হোসেন, প্রচার সম্পাদক মোঃ জসিম মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবু সাঈদ, পৌর শ্রমিকদলের সভাপতি আবুল হোসেন, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাসেদ,ছাপেরবন্দ যুব সমাজের সদস্য রহমত আলী, শফর আলী, নবীর হোসেন প্রমুখ।