নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি প্রার্থী এম এ মিলন ভুঁইয়ার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ উঠেছে।
গত ৪ জানুয়ারি (শনিবার) উপজেলার জামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাকুন্দা এলাকায় কৃষক দলের উদ্যোগে একটি কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক দলের সভাপতি প্রার্থী এম এ মিলন ভুঁইয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সভাপতি ডা. শাহিন মিয়া, সোনারগাঁ থানার কৃষক দলের আহ্বায়ক মো. ফজলুল হক, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, এবং জেলা ও উপজেলা কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রার্থীর বক্তব্য
এম এ মিলন ভুঁইয়া অভিযোগ করে বলেন, “আমি সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ লালন করেছি এবং করছি। কিন্তু কিছু কুচক্রী মহল আমাদের এই সমাবেশ বানচাল করতে ব্যর্থ হয়ে এখন আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”
তিনি আরও বলেন, “আমার ভাই আশরাফুল ইসলাম ভিন্ন রাজনৈতিক মতাদর্শে থাকতে পারে, কিন্তু এটি তার ব্যক্তিগত বিষয়। আমি ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে সবসময় বিএনপির সঙ্গেই থেকেছি এবং অন্য কোনো দলের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। অতীতে স্বৈরাচার সরকারের বিরুদ্ধেও আমি সবসময় অবস্থান নিয়েছি।”
তিনি দাবি করেন, “বিএনপি এবং কৃষক দলের নেতাকর্মীদের প্রতি আমার আবেদন, যারা আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”
এদিকে, দলীয় নেতাকর্মীরা এই ষড়যন্ত্রমূলক প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছেন এবং কৃষক দলের ঐক্যবদ্ধ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।