নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার অজুর্ন্দী এলাকায় দুইটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ রাইজার ও রেগুলেটর জব্দ করা হয় এবং কারখানা দুইটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ।
তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, দীর্ঘদিন ধরে সোনারগাঁ পৌরসভার দুটি স্থানে অবৈধ সংযোগ নিয়ে চুনা কারখানা পরিচালিত হচ্ছিল। এতে প্রতি মাসে লক্ষাধিক টাকার রাজস্ব হারাচ্ছিল সরকার।
এছাড়া, অভিযানের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় নিয়মবহির্ভুতভাবে গাড়িতে গ্যাস সরবরাহের অভিযোগে মধুমতি সিএনজি পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।