নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিতাস গ্যাসের কর্মকর্তাদের ওপর এলাকাবাসী ও দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে তিতাস গ্যাসের সোনারগাঁ অফিসের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীনসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) সকালে জামপুর ইউনিয়নের মৈষটেক এলাকায় ২৫০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পর মিরেরটেক এলাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় তিতাসের এক কর্মচারী, অভিযানের সঙ্গে থাকা দুই শ্রমিক এবং পুলিশের কয়েকজন সদস্য আহত হন।
হামলার কারণে দ্বিতীয় স্থানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান সম্পন্ন করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে তালতলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তালতলা ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস ইসলাম বলেন, “তিতাস গ্যাসের অভিযানে হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
অভিযানে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ, তিতাস গ্যাসের উপ-প্রকৌশলী শাহিনুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ ও তিতাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এমন হামলার ঘটনা দুর্বৃত্তদের বাধা দেওয়ার একটি চেষ্টার অংশ। সংশ্লিষ্ট দপ্তর এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।