নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকায় জমি সংক্রান্ত পুর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের হামলায় জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মকবুল ভুঁইয়া (৫৬) ও তার ছেলে মেহেদী ভুঁইয়া সহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে পাকুন্ডা বেঙ্গল টিসু মিলস সংলগ্ন এ ঘটনা ঘটে।
মকবুল ভুঁইয়া জানান, তার পৈত্রিক সম্পত্তিতে প্রবেশ করে দখল নেয়ার চেষ্টা করে প্রতিপক্ষ। তিনি ও তার পরিবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দিলে মনসুরের ছেলে আলমগীর ভুঁইয়া, মল্লুক চাঁদের ছেলে ইব্রাহিম ভুঁইয়া, সাকিব ও ইসমাইল সহ ১০-১৫ জনের একটি দল রড, দা, লাঠি-সোঁটা নিয়ে হামলা চালায়। এতে তিনি, তার ছেলে মেহেদী ভুঁইয়া এবং পরিবারের আরও তিন সদস্য গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।
ঘটনার পর আশেপাশের লোকজন এগিয়ে এলে তাদেরকেও হুমকি দেয়া হয়। গুরুতর আহত মেহেদী ভুঁইয়া বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
মকবুল ভুঁইয়া জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। প্রতিপক্ষের হুমকির কারণে পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে।
তিনি এ ঘটনায় সোনারগাঁ থানায় আলমগীর ভুঁইয়া ও ইব্রাহিম ভুঁইয়াসহ ৯ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে মকবুল ভুঁইয়া বলেন, “এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”
ঘটনা সম্পর্কে জানতে চাইলে সোনারগাঁ থানার দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নিউজ সোনারগাঁ, পরিমল