নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার বারদি মিশ্রীপাড়া ও নদীবেষ্টিত নুনেরটেক এলাকায় অসহায় শীতার্তদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরন করেছেন কবির মৃধা ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির উদ্যোগে শনিবার সকালে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির মৃধা। কম্বল বিতরণকালে তিনি বলেন, “শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব থেকে প্রতিবারের ন্যায় এবারও অসহায় গরীব শীর্তাতদের শীতের কষ্ট লাঘবে সামান্য প্রচেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানান।
উল্লেখ্য, কবির মৃধা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের বিভিন্ন অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।