নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর গ্রামে একটি গ্যারেজের তালা ও শাটার ভেঙে ৫টি অটোরিক্সা চুরি করে নিয়ে চোরেরা। গতকাল রাতের কোন এক সময় চোরেরা সুযোগ বুঝে গ্যারেজে ঢুকে রিক্সাগুলি চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
গ্যারেজের মালিক মো. আলী হোসেন জানান, তিনি নিজ বাড়িতে একটি গ্যারেজ তৈরি করে সেখানে পাঁচটি অটোরিকশা রাখতেন। গত শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে গাড়িগুলো গ্যারেজে রেখে ঘুমাতে যান। পরদিন শনিবার সকালে প্রতিবেশীরা তাকে ঘুম থেকে ডেকে জানান, তার গ্যারেজের শাটার খোলা এবং কোনো অটোরিকশা নেই। এরপর বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও গাড়িগুলোর সন্ধান না পেয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
এসআই আব্দুল জলিল জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই চোরচক্রকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অটোরিকশা চুরি ও ছিনতাই রোধে পুলিশের নজরদারি আরও বাড়ানো হবে বলেও তিনি আশ্বাস দেন।