নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: আগামী ৭ ফেব্রুয়ারী (শুক্রবার) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর সমাবেশকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী সোনারগাঁ উপজেলা শাখা মিছিল সমাবেশ করেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে সংখিপ্ত সমাবেশে সোনারগাঁ দক্ষিণ শাখার আমির মাহাবুবুর রহমান ও সেক্রেটারি আসাদুল ইসলাম বক্তব্য রাখেন।
উল্লেখ্য, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী কতৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় কমিটির আমীর ডা. শফিকুর রহমান।