নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া, সাংস্কৃতিক, শিক্ষাভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে জামপুর ইউনিয়নের মালীপাড়া ব্রাহ্মণবাওগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মীর মাসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, মালীপাড়া ব্রাহ্মণবাওগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা চৌধুরী, মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিমুল্লাহ মিয়া, মুছারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, বুরমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরুন নাহার প্রধান, বাছাবো তিলাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন প্রধান, গজারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা আফরিন প্রধান, নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার প্রধান, সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌসী আক্তার, মালীপাড়া ব্রাহ্মণবাওগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা হেলেনা আক্তারসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, “খেলাধুলা মানুষের মনকে আনন্দ দেয়, মাদক থেকে দূরে রাখে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে সাহায্য করে। অভিভাবকদের উচিত সন্তানদের মোবাইল ফোন না দিয়ে তাদের পড়াশোনায় উৎসাহিত করা।”
অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।