নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন [উল্লেখযোগ্য বক্তার নাম], যিনি শিক্ষার্থীদের জরুরি সেবা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকমুক্ত জীবন গড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
বক্তা তার বক্তব্যে জরুরি প্রয়োজনে হটলাইন নম্বর ১০৯, ৩৩৩ ও ৯৯৯ এর যথাযথ ব্যবহার নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, যে কোনো বিপদ বা অন্যায় প্রতিরোধে এসব নম্বরে কল করে তাৎক্ষণিক সহায়তা পাওয়া সম্ভব। বিশেষ করে বাল্যবিবাহের শিকার হওয়ার আশঙ্কা থাকলে ১০৯ নম্বরে কল করে সাহায্য চাওয়ার আহ্বান জানান।
এছাড়া, শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বাল্যবিবাহের কুফল তুলে ধরে বলেন, ‘‘গড়বো মোদের পরিচয়, পরিচয়ের আগে বিয়ে নয়।’’ তিনি মেয়েদের পড়াশোনা শেষ করে আত্মনির্ভরশীল হওয়ার পর বিয়ে করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীরা সকলে এই বার্তাকে স্বাগত জানিয়ে শপথ নেয়।
সেমিনারে মাদকদ্রব্যের ভয়াবহতা নিয়েও আলোচনা করা হয়। বক্তা বলেন, ‘‘একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজেরই ক্ষতি করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়ায়।’’ তাই সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং ‘‘মাদককে না, মাদককে না’’ এই শপথ নিয়ে নিজেকে ও সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হবে।
সেমিনারে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেয় এবং সকলেই বাল্যবিবাহ ও মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার করে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে, তারা নিজেদের ও সমাজের উন্নয়নে সচেতন ভূমিকা রাখবে।