নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেংগাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ১২শত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র গ্রহণকারীদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধদের সংখ্যাই ছিল বেশি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সোনারগাঁ থানা বিএনপির মো. মাসুম রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (বিডিআর), পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন মেম্বার, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, মাহাবুব আলম রতন, নুরে আলম দিপু, মেরাজ, স্বপন, শরীফ, ইমরানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সোনারগাঁ উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।