নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডডটকম: সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া, সাংস্কৃতিক, শিক্ষাভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি, সোমবার বিকেলে নোয়াগাঁও হাই স্কুল মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় ইউনিয়নের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং বিএনপি নেতা ডাঃ মোঃ মামুন মিয়া।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান।
এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া, মাদকের কুফল থেকে বাঁচতে এবং শিক্ষায় মনোযোগী হতে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ জরুরি। তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান, যেন শিশুরা অতিরিক্ত মোবাইল ব্যবহারের পরিবর্তে পড়াশোনা ও সৃজনশীল কার্যক্রমে মনোযোগী হয়।
অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।