নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডেভিস হান্ট অভিযানে জেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (তারিখ উল্লেখ করুন) সোনারগাঁ থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি হাসান ওরফে রনি মোল্লা, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. সোহান এবং জামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ছাত্রদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে একাধিক ছাত্র নিহত হয়। নিহতদের স্বজনরা সোনারগাঁ থানায় মামলা দায়ের করলে সেই মামলার ভিত্তিতে পুলিশ ডেভিস হান্ট অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।