নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী জয়নাল মেম্বার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অর্থ সম্পাদক হান্নান বেপারি, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, উপজেলা বিএনপির সদস্য আলীনুর বেপারী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জুয়েল, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছামাদ মেম্বার ও আবুল হোসেন, যুগ্ম সম্পাদক রিয়াজুল, ইয়াসিন ও দুলাল।
এছাড়াও পিরোজপুর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম প্রধান, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক হাসান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আল আমিন, কৃষকদলের সভাপতি দেলোয়ার বেপারি, যুবদল নেতা আনার, আফসার, রিপন ও সবুজসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসব দফা দেশের মানুষের মুক্তির দিকনির্দেশনা দেবে এবং নৈরাজ্য রুখতে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।