নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁও পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি পরিচ্ছন্নতা র্যালি অনুষ্ঠিত হয়েছে। “তারুণ্যের উৎসব ২০২৫, আতঙ্ক নয় সচেতনতা, ডেঙ্গু নয় সুস্থতা” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়।
সোনারগাঁও পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভা এক মাসব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। নিয়মিত ঔষধ ছিটানোসহ রাস্তা, ড্রেন, ডোবা-নালা ও বিভিন্ন প্রতিষ্ঠানের আশপাশের ঝোঁপঝাড় পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি উড়ন্ত মশা নিধনের জন্য স্প্রে প্রয়োগ করা হচ্ছে।
তিনি পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবার অংশগ্রহণ প্রয়োজন। আপনার চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, যাতে ডেঙ্গু মশার লার্ভা জন্ম নিতে না পারে। ময়লা-আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলুন।”
পৌরসভার সচিব মাশরেকুল আলম বলেন, “যদি কেউ ডেঙ্গু আক্রান্ত হন, তাহলে দ্রুত হাসপাতালে ভর্তি হোন। প্রয়োজনে পৌরসভার পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।”
অনুষ্ঠানে সোনারগাঁও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সবাই মিলে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।