নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় আট মণ ওজনের বিরল প্রজাতির হাউস মাছ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মাছটি বৈদ্যেরবাজার ঘাটে নিয়ে এলে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক জনতা মাছটি এক নজর দেখার জন্য ভিড় জমায়।
মাছ ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার জেলে হাবিবুল্লাহ মিয়ার জালে মেঘনার চাঁদপুর মোহনায় বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। পরে মাছটি পিকআপ-ভ্যানে করে বৈদ্যেরবাজার মাছ বাজারে আনা হলে নিলামের মাধ্যমে এক লাখ ২০ হাজার টাকায় তিনি ও আরেক ব্যবসায়ী সেজন মাছটি কিনে নেন।
মাছটি কাটার পর ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হয় বলে জানান ব্যবসায়ীরা।
সোনারগাঁ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, “মেঘনা নদীতে বিশাল আকারের একটি হাউস মাছ ধরা পড়ার খবর পেয়েছি। এটি মূলত সামুদ্রিক মাছ, যা স্থানীয়ভাবে হাউস মাছ নামে পরিচিত। এর প্রকৃত নাম রেফিন ফিস বা স্টিং রে ফিস। বাজারে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে।”
অত্যন্ত বিরল এই মাছটি ধরা পড়ায় স্থানীয়দের মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে। মাছটি এত বড় আকৃতির হওয়ায় অনেকে একে নিয়ে ছবি তোলেন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।