নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থেকে ৪৯৬ বোতল ফেনসিডিল ও ৩২ কেজি গাঁজাসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১১।
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টার সময়ে উপজেলার আষাড়িয়ার চরস্থ মেঘনাঘাট এলাকা থেকে এদের আটক করা হয়েছে।
এদিন বিকেলে র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটককৃতরা হলেন, নোয়াখালীর সুবর্ণচর থানার মো. জসিমের ছেলে মো. রিফাত (২৬), লক্ষীপুরের রামগতি থানার মো. লিটনের পুত্র মো. জিহাদ (১৯), কুমিল্লার চোদ্দগ্রামের মিজান উদ্দিনের ছেলে মো. রহিম (২৫)।
র্যাব জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে আজও মেঘনাঘাট সংলগ্ন বিসমিল্লাহ সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসায় তারা। এসময় সন্দেহজনকদের তল্লাশি করাকালীন সময়ে আটককৃত এই তিন মাদক কারবারির সঙ্গে থাকা ৪টি বস্তা তল্লাশি করে গাঁজা ও ফেনসিডিল পাওয়া যায়। আটকদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্যে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।