নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:
সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের এক তরুণীকে অপহরণের পর সপ্তাহব্যাপী আটক রেখে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের প্রায় ২০ দিন পর র্যাবের হাতে আটক হয়েছেন পিচ্চি হাসান নামের এক যুবক। এর আগে গত মাসে এক নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তখন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন পরে তার বিরুদ্ধে ধর্ষণের কোন প্রমান পাননি বলে পু্লিশ ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরন করে সেখান থেকে পরের দিন জামিনে আসেন অভিযুক্ত হাসান। এর পর ধর্ষণের শিকার হওয়া নারী পু্লিশের বিরুদ্ধে মামলা না নেয়া ও আসামীকে ছেড়ে দেয়ার ঘটনায় পুলিশের উধ্বতন কর্মকর্তাদের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে পুলিশ ওই নারীকে ডেকে ধর্ষন মামলা রুজু করেন। এর পর আসামী প্রকাশ্যে ঘুরাফেরা করলেও পুলিশ তাকে গ্রেপ্তার না করার অভিযোগ করেন ভুক্তভোগী নারী। পরে গতকাল রোববার রাতে র্যাব-১১ এর একটি দল তাকে তথ্য প্রযুক্তির সাহায্যে ধর্ষক হাসান গ্রেপ্তার করে থানা পু্লিশের কাছে সোর্পদ করে। গ্রেপ্তারকৃত হাসানকে সোমবার সকালে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত পিচ্ছি হাসান, মোগরাপাড়া ইউনিয়নের ইলিয়াসদী গ্রামের শাহবুদ্দিনের ছেলে।