নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারের সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পেয়েছেন সাদিপুর ইউনিয়নের কিং হাজ্বী মোঃ সেলিম সরকার। সেলিম সরকার নয়াপুর বাজারের ইজারাদার হওয়ায় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরিয়ে এসেছে।
সুত্রে জানাযায়, উপজেলার স্থায়ী হাট গুলো ইজারাদার নিয়োগ দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। সেই ভিত্তিতে মঙ্গলবার প্রতিটি হাটের ন্যায় নয়াপুর বাজারের দরপত্র আহবান করা হয়। সেখানে ২২ জন ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে নয়াপুর বাজারের ইজারা পেয়েছেন হাজ্বী সেলিম সরকার।
সেলিম সরকার জানান, ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের আমলে নয়াপুর বাজারের ব্যবসায়ীদের জুলুম, অত্যাচার ও নির্যাতন করেছেন। বর্তমানে আমি ইজারা পেয়েছি তাই ব্যবসায়ীরা যে ভাবে শান্তিতে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থাই করা হবে। তাছাড়া ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে সকল ব্যবস্থা করা হবে।