নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে আটোরিকশার ব্যাটারি চুরি করার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি ছেড়ে দেওয়ার প্রতিবাদ করায় ইউনিয়ন যুবদল নেতা মাসুদ কে আসামি করেছেন তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। এই ঘটনায় ইউনিয়ন যুবদল নেতা মাসুদ বাদি হয়ে ১৯ ফেব্রুয়ারি বুধবার নারায়ণগঞ্জ পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানাযায়, উপজেলার জামপুর ইউনিয়নে গত ১৭ ফেব্রুয়ারি সোমবার অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে তালতলা তদন্ত কেন্দ্রের এএসআই আল আমিন অভিযান চালিয়ে ব্যাটারিসহ একজনকে আটক করেন। পরে তার তথ্যের ভিত্তিতে আরো দুই জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে মূল অভিযুক্তকারীকে ৭০ হাজার টাকা উৎকোচ নিয়ে ছেড়ে দেন তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস। বিষয়টি জেনে জামপুর ইউনিয়ন যুবদল নেতা মাসুদ অভিযুক্তকারী ছেড়ে দেওয়ার বিষয়টি প্রতিবাদ করায় তাকে প্রকাশ্যে গালিগালাজ করেন এবং মামলা দেয়ার হুমকি দেন তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস। । একদিন পর জানতে পারে চুরির মামলায় ৩ নং আসামি যুবদল নেতা মাসুদ। এই ঘটনায় ঘটনায় ইউনিয়ন যুবদল নেতা মাসুদ বাদি হয়ে ১৯ ফেব্রুয়ারি বুধবার নারায়ণগঞ্জ পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি আরো উল্লেখ্য করেন, চুরির মামলার বাদি মাসুদ নামের কোন ব্যক্তির বিরুদ্ধে কোন প্রকার কোন অভিযোগ দেননি।
ভুক্তভোগী মাসুদ জানান, ফ্যাদিবাদ আওয়ামীলীগের মামলা ও হামলায় দীর্ঘ ১৬ বছর পরিবার নিয়ে ঘরবাড়ি ছাড়া ছিলাম। আসামি ছেড়ে দেওয়ার প্রতিবাদ করায় বর্তমানে মিথ্যা চুরির মামলায় ফাঁসিয়ে আমাকে হয়রানি করছে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস।বিষয়টি সঠিক তদন্ত করে বিচারের দাবী করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিকট।
চুরি মামলার বাদি বাবুল জানান, ৩ নং আসামি মাসুদের নামে কোন অভিযোগ দেই নাই। তার নাম কি ভাবে মামলায় আসলো সেটাই আমার জানা নেই।
অভিযুক্ত তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস বলেন, চুরির মামলায় বাদি পুলিশ না। বাদি যার না দিয়েছে তার নামেই মামলা হয়েছে।যাকে ছেড়ে দেওয়া হয়েছে সে পুলিশের সোর্স। তাই সোর্সকে কি আমি চালান দিবো?
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম জানান, এ বিষয়ে আমি অবগত নই। ভুক্তভোগী যেহেতু এসপি স্যারের নিকট আবেদন করেছেন সেখান থেকে আমার কাছে আসলে আমি বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেথবো।