নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার, বারদী ইউনিয়নের মান্দারপাড়া গ্রামে আন্তজেলা গরু চোর চক্রের দুই সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো বারদী ইউনিয়নের মান্দার পাড়া গ্রামের আম্বর আলীর ছেলে জাহাঙ্গীর, মোহাম্মদ হানিফ মিয়ার ছেলে জোবায়ের।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত চোরদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরির একাধিক মামলা রয়েছে।