নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্লোবাল ইসলামী ব্যাংক মোগরাপাড়া উপ শাখার উদ্ধোধন করা হয়েছে।
বুধবার সকালে সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা জোহরা ম্যানশনে গ্লোবাল ইসলামী ব্যাংক এ শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ।
অনুষ্ঠানে অন্যদের বক্তব্য রাখেন ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মঞ্জুর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সূরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া, গ্লোবাল ইসলামী ব্যাংক নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক আবুল বাসার ভূঁইয়া, ব্যবসায়ী বিল্লাল হোসেন বেপারী ,আল আরাফাহ ইসলামী ব্যাংকের মোগরাপাড়া শাখার ব্যবস্থাপক ইসহাক মিয়া, মাওলানা সাইফুদ্দীন, গ্লোবাল ইসলামী ব্যাংকে মোগরাপাড়া শাখার ইনচার্জ এস এম মালেহ্ রোড এর উপ-শাখার ইনচার্জ সাহেদ আহমেদ চৌধুরী, সারুলিয়া উপ-শাখার ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশে ও দেশের বাইরে তাঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রæততার সাথে শাখা, উপ-শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।