নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জয়রামপুর গ্রামে মর্মান্তিক এক ঘটনায় মোবাইল গেমের আসক্তির জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি বিকেলে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম (৯) নিখোঁজ হয়। পরদিন সকালে বাড়ির পাশের লিচু বাগান থেকে তার গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ।
সোনারগাঁ থানার ওসি আব্দুর বারি জানান, ইব্রাহিমের বাবা মহব্বত আলী থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে, ইব্রাহিমের বড় ভাই সাব্বির (১৫) মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমে আসক্ত ছিল। ইব্রাহিমও মাঝে মাঝে মোবাইলে গেম খেলতে চাইতো, যা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হতো। এ নিয়ে সাব্বিরের মনে ক্ষোভ জন্মায় এবং সে ছোট ভাইকে হত্যার সিদ্ধান্ত নেয়।
পরিকল্পনা অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাব্বির ইব্রাহিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং লিচু বাগানে নিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। পরে সে আদালতে ১৪৪ ধারায় জবানবন্দি দিয়েছে। সাব্বিরকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আব্দুর বারি বলেন, “বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের খুনের বিষয়টি দুঃখজনক। আমাদের প্রতিটি পরিবারের সন্তানদের প্রতি নজর দেওয়া উচিত, যাতে তারা মোবাইল আসক্ত হয়ে না পড়ে।”